বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেয়া খুবই জরুরী একটা বিষয়। বিদেশে লেখাপড়া করতে হলে নিম্নের চারটি বিষয়ের উপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নিলে সফল হওয়া যায়।
❶ প্রথমত: আপনার অর্থনৈতিক অবস্থা কি, কারণ একেক দেশে একেক বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ভিন্ন সাবজেক্টে ভিন্ন ভিন্ন টিউশন ফি, একেক দেশে থাকা-খাওয়ার খরচ একেক রকম
❷ দ্বিতীয়ত: নির্ভর করে আপনার একাডেমিক রেজাল্ট কি জিপিএ কত বা সিজিপিএ বা কোন গ্রেড পেয়েছেন কোন ডিভিশন পেয়েছেন, আপনার স্টাডি গ্যাপ আছে কিনা ইত্যাদি ইত্যাদি
❸ তৃতীয়ত: আপনার ভাষাগত দক্ষতা কেমন আছে, IELTS বা TOEFL আছে কিনা থাকলে কত স্কোর আছে,আপনার পূর্বের লেখাপড়ার মাধ্যম ইংরেজি ছিল কিনা। অথবা আপনি ইংরেজিতে কেমন দক্ষ।
❹ চতুর্থত: আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা আপনার জীবনের লক্ষ্য কি।
এর অর্থ এই যে আপনার স্বাদ, সাধ্য, যোগ্যতা ও উদ্দেশ্য এই সব গুলোর মধ্যে সামঞ্জস্য থাকতে হবে এবং সে অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
অনেকগুলো প্রোগ্রামে অনেক গুলো সাবজেক্টে বিভিন্ন দেশে নামকরা বিশ্ববিদ্যালয়গুলতে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা।
এই স্কলারশিপ পাওয়ার কিছু কৌশল আছে।
সেই সাথে ভিসা পাওয়ার কিছু টেকনিক আছে।
আমরা দীর্ঘ ১০ বছর যাবত বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে সফল ও সুনামের সাথে ভর্তি ও ভিসা সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমাদের কাউন্সিলরগণ অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ।
আগামী সেশন এ যদি আপনি বিদেশে যেতে চান যে কোন দেশের যে কোন প্রোগ্রামে যেতে চান আংশিক বা ফুল স্কলারশিপ পেতে চান তাহলে আপনি আমাদের অফিসে প্রয়োজনবোধে আপনার ডকুমেন্ট সহকারে অতিসত্বর নিচের ঠিকানায় এসে যোগাযোগ করুন।